ওয়েব ডিজাইনার ও ওয়েব ডেভলপার এর কাজ কী ?
ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্ট ২ টি আলাদা বিষয়। যদিও আলাদা তবুও একটি বিষয়ের সাথে অন্য বিষয়টি সম্পৃক্ত। একটা ওয়েব সাইট এর মুলত ২ টি অংশ থাকে। একটি হচ্ছে আপনি যা দেখছেন বা ফ্রন্ট ইন্ড অন্যটি হচ্ছে আপনি যা দেখছেন তা কি ভাবে আসছে বা আপনি যা দেখতে চাচ্ছেন তা কিভাবে দেখাচ্ছে বা ব্যাক ইন্ড। ওয়েব ডিজাইনার মুলত ফ্রন্ট ইন্ড এর কাজ করে ও ওয়েব ডেভেলপার ব্যাক ইন্ড বা সার্ভার সাইড এর কাজ করে।


No comments