What Is WordPress? What is the way to earn money by learning WordPress?
ওয়ার্ডপ্রেস সিএমএস (কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম) মুলত একটি ওয়েব সাইট বা ব্লগ সাইট তৈরি করার ওপেন সোর্স অ্যাপলিকেশন। ব্লগ সাইট তৈরি এর জন্য প্রথম দিকে বানানো হলেও এখন বর্তমানে সব ধরনের ওয়েবসাইট তৈরি তে ওয়ার্ডপ্রেস ব্যাবহার হচ্ছে ।
ওয়ার্ডপ্রেস কেন শিখব?
ওয়ার্ডপ্রেস শেখাটাও খুব সহজ। কেউ চাইলেই খুব সহজে খুব কম সময়ের মধ্যে ওয়ার্ডপ্রেস শিখে উপার্জন করতে পারবেন । তবে সেটি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এর মাধ্যমে । কোডিং এর মাধ্যমে ডিজাইন করে উপার্জন করতে গেলে একটু সময় বেশি লাগে ।
ওয়ার্ডপ্রেস এ কি কি কাজ করে উপার্জন করা যায়
ওয়ার্ডপ্রেস এ দুই ধরনের কাজ করা যায়
এক , কোডিং এর মাধ্যমে ডিজাইন
দুই , নন কোডিং ড্র্যাগ এন্ড ড্রপ এর মাধ্যমে ডিজাইন
কোডিং এর মাধ্যমে ডিজাইন এর মধ্যে হল থিম ডেভেলপমেন্ট , প্লাগিন ডেভেলপমেন্ট , উইজেট ডেভেলপমেন্ট ইত্যাদি এই কাজ গুলো করে আপনি করে ভাল মানের একটা লাইফ লিড করতে পারবেন । এছাড়াও বাগ ফিক্সিং এর কাজ এর অনেক জনপ্রিয়তা আছে ।
নন কোডিং ড্র্যাগ এন্ড ড্রপ এর মাধ্যমে ডিজাইন হল ল্যান্ডিং পেইজ ডিজাইন , থিম এবং প্লাগিন ইন্সটল এবং সেটআপ , থিম এবং বিল্ডার এর মাধ্যমে যেকোনো ধরনের ওয়েবসাইট ডিজাইন ।
নন কোডিং ড্র্যাগ এন্ড ড্রপ এর মাধ্যমে ডিজাইন কে সোজা ভাষায় বলা হয় ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন । ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এর সুবিধা হল আপনি খুব কম সময় এর মধ্যে নির্দিষ্ট একটা টপিক শিখেই আপনি উপার্জন করতে পারবেন । যেমন , আপনি শুধু ল্যান্ডিং পেইজ পারেন বা আপনি শুধু ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন বা স্পীড আপ করতে পারেন আপনি তা দিয়েই শুরু করতে পারবেন । এছাড়াও ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনেও বাগ ফিক্সিং এর কাজ এর অনেক জনপ্রিয়তা আছে ।
বর্তমানে ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট যাদের স্বপ্ন তাদের অনেক এর শুরু টা হয় ওয়ার্ডপ্রেস দিয়ে । ওয়ার্ডপ্রেস দিয়ে উপার্জন করতে থাকে পাশাপাশি এইচটিএমএল ,সিএসএস শিক্ষতে থাকেন । পরে পিএইচ পি শিখে কেউ কেউ আবার থিম ডেভেলপমেন্ট এর দিকে যাচ্ছেন ।
এখন আসি আপনি কাজ তো শিখলেন এখন কোথায় কাজ করে টাকা উপার্জন করবেন তা জেনে নেই
আমারা যারা এ ধরনের সার্ভিস দেই তাদের প্রথম চয়েস থাকে ফ্রিলান্সিং করা । এইবার আসি ফ্রিলান্সিং আপনি কোথায় কিভাবে করবেন ?
ফ্রিলান্সিং এর জনপ্রিয় মার্কেট প্লেস হচ্ছে , আপওয়ার্ক , ফাইবার ।
আপওয়ার্ক , ফাইবার এর মাধ্যমে আপনি ফ্রিলান্সিং করে টাকা উপার্জন করতে পারবেন । এছাড়াও অন্যান্য আরও মার্কেট প্লেস আছে যেখানে আপনি কাজ করতে পারবেন ।
এ তো গেল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোর কথা, আবার একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার চাইলে ফ্রিল্যান্সিং এর কাজ না করে নিজস্ব ওয়ার্ডপ্রেস প্রোডাক্ট তৈরি করেও বিশাল আন্তর্জাতিক বাজার ধরতে পারেন।এ ছাড়াও দেশে অনেক কোম্পানি আছে যেখানে জব করতে পারে । আরও বড় সুবিধা হচ্ছে আপনি ঘরে বসে টীম এর সাথে কাজ করতে পারবেন । অন্যান্য দেশের কোম্পানি তেও রিমোট জব করতে পারবেন ।
এ কারণেই ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা এত বেশি। সারা বিশ্বজুড়ে ওয়ার্ডপ্রেস ব্যবহারের মাধ্যমে অসংখ্য ওয়েবসাইট তৈরী হচ্ছে। ফলে প্রতিনিয়ত বেড়েই চলেছে ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাহিদা। সুতরাং ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের মাধ্যমেই আপনি গড়ে তুলতে পারেন আপনার সফল ফ্রিল্যান্সিং ক্যারিয়ার।
স্কিল অর্জন করলে একদিন না একদিন তার ফলাফল পাওয়া যাবেই ।

No comments