স্ট্যাক ওভারফ্লো কি এবং কেন ব্যবহার করবেন?
প্রোগ্রামিং করেন অথচ ষ্ট্যাকওভারফ্লো এর নাম শুনেননি এমন মানুষ পাওয়া যাবে না । ষ্ট্যাকওভারফ্লো মুলত ষ্ট্যাকএক্সচেঞ্জ নেটওয়ার্কের একটি ওয়েবসাইট এবং প্রোগ্রামার , ডেভেলপার , সফটওয়্যার ইঞ্জিনীয়ারদের জন্য একটি প্রশ্নোত্তর ফোরাম । ২০০৮ সালে জেফ এটউড এবং জোয়েল স্পলস্কি এটি তৈরী করেন । বর্তমানে এই ফোরামটিতে ব্যাবহারকারীর সংখ্যা প্রায় ১০ মিলিয়নের বেশী । 2019–09–07 তারিখ পর্যন্ত এখানে ব্যাবহারকারীদের প্রশ্নের পরিমান ছিল 18,179,078 টি ।
StackOverflowError থেকে ষ্ট্যাকওভারফ্লো এর নামকরন করা হয়েছে ।
এবার আসুন দেখি কেন একজন প্রোগ্রামার এর ষ্ট্যাকওভারফ্লো ব্যাবহার করা উচিত ।
প্রোগ্রামিং , কম্পিউটার টেকনোলজী বিষয়ক কোন প্রশ্ন গুগলে সার্চ করলে প্রথমেই যে উত্তরের লিংকটি উঠে আসে নব্বই শতাংশ ক্ষেত্রে সেটি ষ্ট্যাকওভারফ্লো এর । সুতরাং এখানে একটা প্রোফাইল তো থাকতেই হয় ।
আপনার প্রোগ্রামিং সম্পর্কিত প্রশ্নের সব থেকে রেলেভেন্ট উত্তরটি আপনি এখান থেকেই পাবেন ।
এটি আমার জানামতে প্রোগ্রামারদের জন্য সবথেকে বড় অনলাইন কমিউনিটি ।
উত্তরের মান ও স্বচ্ছতার ব্যাপারে যথেষ্ট নজরদারী করা হয় ।
মানহীন উত্তর পরের কথা , এখানে আপনি মানহীন , অসচ্ছ প্রশ্ন করলেও সেটি খুব অল্প সময়ের মাঝে মুছে দেয়া হবে ।
বেশীরভাগ ক্ষেত্রেই আপনি আপনার প্রশ্নের উত্তর এখানে কোড স্যাম্পল সহ পাবেন ।
এখান থেকে আপনি আপনার স্কিল ও কোয়ালিফিকেশন অনুযায়ী জবও পেতে পারেন । ষ্ট্যাকওভারফ্লো-তে প্রচুর পরিমানে জব পোস্ট হয় ।
ষ্ট্যাকওভারফ্লো ব্যাবহার করার জন্য কোন বিশেষ জ্ঞানের প্রয়োজন নেই । অন্যান্য সোশ্যাল মিডিয়া যেভাবে ব্যাবহার করতে শুরু করেছিলেন , এটাও ঠিক সেভাবেই শুরু করুন । অন্যদের প্রশ্ন দেখুন , প্রশ্নের বর্ননা পড়ুন , উত্তরগুলো পড়ুন , যদি কোন প্রশ্নের উত্তর খুব ভাল জানা থাকে তবে সেটা উপযুক্ত ফরম্যাটে লিখে ফেলুন । এভাবেই আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন । তো আর দেরী কেন ? আজই সাইন-আপ করে ফেলুন , চমৎকার একটা নলেজ শেয়ারিং কমিউনিটির অংশ হয়ে যান ।


No comments