Header Ads

Header ADS

ডোমেইন এবং হোস্টিং কি ?


"
♦চলুন প্রথমেই জেনে নেই ডোমেইন এবং হোস্টিং কি।
♦ডোমেইন"
ডোমেইন হচ্ছে ইংরেজি শব্দ বাংলায় হলো স্থান। আমাদের ওয়েবসাইটের ঠিকানা। নাম ই হচ্ছে ডোমেইন নেম।
♦হোস্টিং "
হোস্টিং হচ্ছে ইংরেজি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কোন কিছু রাখা। সহজ ভাবে বলতে পারি হোস্টিং হলো আমাদের ওয়েবসাইট রাখার স্থান।
♦ডোমেইন এর প্রকারভেদ"
.com
.Org
.edu
.gov
.Info
.net
এই ডোমেইন গুলো শিক্ষা। ব্যবসার ক্ষেএে ব্যবহার করা হয়ে থাকে।
এবং এগুলোকে টপ লেভেলের ডোমেইন বলা হয়।
এছাড়াও বিভিন্ন দেশের ডোমেইন থাকে যেমন।
.Us
.uk
.bd ইত্যাদি।
এছাড়াও সময়ের পরিবর্তনের সাথে সাথে পছন্দ মত কিছু ডোমেইন নেওয়া যায় যেমন।
. fun
.Club
.Cat
.health
.Shop ইত্যাদি।
♦এবার হোস্টিং এর প্রকারভেদ।হোস্টিং মূলত দুই ধরনের হয়ে থাকে যেমনঃ-
১/( ফ্রী হোস্টিং) যা আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো।
২/ ( প্রিমিয়াম হোস্টিং) যা আপনাকে
কিনে নিতে হবে।
প্রিমিয়াম হোস্টিং আবার ৪ ধরনের হয় যেমনঃ-
১/শেয়ারড হোস্টিং।
২/ভিপিএস হোস্টিং।
৩/ডেটিকেটেড হোস্টিং।
৪/রিসেলাল হোস্টিং।


 

No comments

Powered by Blogger.